নাসির ওয়াদেন



এ বসন্ত সেই বসন্ত 

স্মৃতির বসন্ত আসে এ আকাশে ওই আশে
কোকিলের ডাক শুনে পথের ভ্রমর
ফুলের রসালো গন্ধে মৌ-মৌ, চারিপাশে
মুণ্ডুহীন মানুষের সারি সারি ঘর ।
মৃত্যু -মৃত্যু -মৃত্যু ভয়
ইতিহাসে নেই পরাজয়  ।

ওদের মৃত্যুগাছ বনেদী জোছনার শীতল বাতাসে
বেঁচে উঠে সময়ের দীপিত স্রোতে -            
ঢেউ এসে ভিজিয়েছে দিক বালিকার বালুকেশ ।

দেখো হিটলার, মুসোলিনী  নেপোলিয়নদের
ইতিহাস ক্ষমা করেনি আজও তাদের,
ভালোবাসা দিয়ে মন করো জয়  মানুষের
রয়েছে সময়
স্বপ্নডানা মেলে সর্গর্সিঁড়ি বেয়ে জ্বলুক আকাশের
বুকে অসীম প্রত্যয় -
যুদ্ধ, যুদ্ধ,খেলা প্রতীকী চাঁদের বুকে
কলঙ্কিত দাগের করুণ বিলাপ
ধুয়ে মুছে শুদ্ধ হোক, অগ্নি জ্বালা মুখে
ফুটুক জ্বলন্ত গোলাপ ।

এসো বন্ধু! এসো স্বাধিকার,বুকে বুক নত আঙুল
তর্জনী গর্জনের শোক ছায়া নিমেষে ভুলাক্
বাতাসের বুকে ভাসে শত নিষ্ঠুরতা , নির্বাক-
কণ্ঠে ফুটুক শত শত সহিষ্ণুতার উন্মুক্ত ফুল।


Previous Post Next Post