নারায়ণ দত্ত

নদী
ও নদী  তুই এঁকে বেঁকে আপন মনে
চললি কোথায় যা না বলে কানে কানে
ইচ্ছে করে তোরই মতো  ভেঙ্গে গড়ে
থামবো না আর যাবই চলে বহু দূরে
চলার পথে যখন যেথায় পাবো যাকে
দেখবো দুটো নয়ন ভরে, আপন করে নেবো তাকে৷
জাগেই যদি চড়া কোথাও আমার বুকে...
দু:খ কীসের?তাতেও তো কেউ থাকবে সুখে৷
কোথাও আমার সঙ্গে বধু পরাণ খুলে
কইবে কথা আমার বুকে ডুববে বলে
এমনি করেই ও নদী তোর সঙ্গী হবো
দু:খ-সুখের ভেলায় ভেসে সমুদ্দুরে শান্তি  পাবো৷



Previous Post Next Post