মৌসুমী মিত্র (বৈদ্য)

বাসন্তী ডাক
বসন্তে ফুল সাজল যখন
কৃষ্ণচূড়ার শাখায় শাখায়
একলাটি দিন কাটাস কেন
চুপটি কথায় ঘরের কোণায় ৷

আগুন ঝরা ফাগুন দিনে
মত্ত যখন উদাসী মন
চল না হারাই ইচ্ছেডানায়
সংগে থাকুক বাসন্তী ক্ষণ ৷

একটি মিছিল যাচ্ছে পথে
গলায় তাদের উঠছে আওয়াজ
আয় না পথে দরজা ভেঙে
ছেড়ে ছুড়ে চলতি রেওয়াজ ৷

ফিরতে হবে ফিরতে হবে
ঐ মিছিলের কাল সকালে
উড়িয়ে হাতে লাল পতাকা
আবীর রেঙে হাতে গালে ৷

তোড়জোড় তার কর না শুরু
চল না হারাই ওদের দলে
বসন্তে ফুল সাজল যখন
কৃষ্ণচূড়ার ডালে ডালে ৷৷


Previous Post Next Post