হাতঘড়ি
টিং! টিং!
বেজে চলছে হাতঘড়ি
নেড়েচেড়ে সময়ের কাঁটা।
পল পল সেকেন্ড, মিনিট ও
ঘন্টার কাঁটা সবই যথাযথ
নিয়ম মেনেই চলছে।
অনিয়ম শুধু
তোমার আমার ছুটে চলায়।
মিথ্যে কথার কুহক আর
খোশগল্প নিয়ে ভুল বুঝাবুঝি ;
সময় না মানার আলস্যে
ঝিম্ ধরে যাচ্ছে
হাত শুদ্ধ পায়ের তালু!
নড়বড়ে ভাবনার ভিড়ে
চেনাজানা পথের মোচার গুলোও ভুলে বসে আছি।
হাতঘড়ি বেজেই চলছে
টিং! টিং!
বিরতিহীন নেচে গেয়ে...
টিং! টিং!
বেজে চলছে হাতঘড়ি
নেড়েচেড়ে সময়ের কাঁটা।
পল পল সেকেন্ড, মিনিট ও
ঘন্টার কাঁটা সবই যথাযথ
নিয়ম মেনেই চলছে।
অনিয়ম শুধু
তোমার আমার ছুটে চলায়।
মিথ্যে কথার কুহক আর
খোশগল্প নিয়ে ভুল বুঝাবুঝি ;
সময় না মানার আলস্যে
ঝিম্ ধরে যাচ্ছে
হাত শুদ্ধ পায়ের তালু!
নড়বড়ে ভাবনার ভিড়ে
চেনাজানা পথের মোচার গুলোও ভুলে বসে আছি।
হাতঘড়ি বেজেই চলছে
টিং! টিং!
বিরতিহীন নেচে গেয়ে...
Tags:
কবিতা