নীল
দু তিনটে সোনালি চুলের মেয়েরা হেঁটে গেল
দু তিনটে সরু চোখের মেয়েরা,
নীল চোখের মেয়েরা ,
পুরোনো ফুটপাথ দিয়ে
পুরোনো মিউজিয়ামের সামনের ফুটপাথ দিয়ে হেঁটে গেল ।
আমার চোখের মনি খয়েরি রঙের
আমার কোমর ছাপিয়ে নেমে যাওয়া কালো চুলের ঢাল বেয়ে
সোনালি বিকেল নেমে যায় ।
আমার চোখের পাতা ধীরে ধীরে নামে ওঠে ।
পুরোনো মিউজিয়ামের সামনে ,পুরোনো ফুটপাথের একধারে
দাঁড়িয়ে আছি । আমার শাড়ির রঙ সেই পুরোনো নীল ।
তুমি ফুটপাথের অন্যধারে দাঁড়িয়ে দেখছ ।
দু তিনটে সরু নীল চোখের আর সোনালি চুলের মেয়েরা হেঁটে চলে গেল ।
আড়াল

শীত ফুরিয়ে গেছে এদেশে ।
গাছটার পাতা ঝরে উড়ে দূরে গেছে ।
গাছটার পুরোনো গা সবুজ ছাল বাকলে ঢেকে যাচ্ছে ।
শীত ফুরিয়ে গেছে এদেশ থেকে ।
সেই দেশে চলে গেছে যে দেশে বসন্ত আসে না কখনও ।
সেই দেশে চলে গেছে যে দেশে শুধু সাদা সাদা বরফ পড়ে
ভেতরে ও বাইরে ।
গাছটার ঝরা পাতা আর খসে পড়া ছাল-বাকল
সেই দেশে উড়ে চলে গেছে ।
পুরোনো গাছটার খোলস খোলা গা
ঢেকে যাচ্ছে । গোপন হয়ে যাচ্ছে সবুজের আড়ালে ।
দু তিনটে সোনালি চুলের মেয়েরা হেঁটে গেল
দু তিনটে সরু চোখের মেয়েরা,
নীল চোখের মেয়েরা ,
পুরোনো ফুটপাথ দিয়ে
পুরোনো মিউজিয়ামের সামনের ফুটপাথ দিয়ে হেঁটে গেল ।
আমার চোখের মনি খয়েরি রঙের
আমার কোমর ছাপিয়ে নেমে যাওয়া কালো চুলের ঢাল বেয়ে
সোনালি বিকেল নেমে যায় ।
আমার চোখের পাতা ধীরে ধীরে নামে ওঠে ।
পুরোনো মিউজিয়ামের সামনে ,পুরোনো ফুটপাথের একধারে
দাঁড়িয়ে আছি । আমার শাড়ির রঙ সেই পুরোনো নীল ।
তুমি ফুটপাথের অন্যধারে দাঁড়িয়ে দেখছ ।
দু তিনটে সরু নীল চোখের আর সোনালি চুলের মেয়েরা হেঁটে চলে গেল ।
আড়াল

শীত ফুরিয়ে গেছে এদেশে ।
গাছটার পাতা ঝরে উড়ে দূরে গেছে ।
গাছটার পুরোনো গা সবুজ ছাল বাকলে ঢেকে যাচ্ছে ।
শীত ফুরিয়ে গেছে এদেশ থেকে ।
সেই দেশে চলে গেছে যে দেশে বসন্ত আসে না কখনও ।
সেই দেশে চলে গেছে যে দেশে শুধু সাদা সাদা বরফ পড়ে
ভেতরে ও বাইরে ।
গাছটার ঝরা পাতা আর খসে পড়া ছাল-বাকল
সেই দেশে উড়ে চলে গেছে ।
পুরোনো গাছটার খোলস খোলা গা
ঢেকে যাচ্ছে । গোপন হয়ে যাচ্ছে সবুজের আড়ালে ।
Tags:
একক কবিতা