বসন্ত উৎসবে
কৃষ্ণচূড়া সাজিয়েছে ফুল থরে থরে
রাধাচূড়া দিয়েছে রঙ উজাড় করে ,
এ মধুর বসন্তে বধূ তুমি এসেছ বলে ।
এ মধুর বসন্তে বধূ তুমি এসেছ বলে
মিঠে সুরে সানাই বেজেছে আঙ্গিনায় ।
বসন্ত খুশির উৎসব নিয়ে এসেছে ।
তোমার দুগালে লজ্জা আবীর ছুঁয়েছে
মন যেন কবে তোমার পরশ চেয়েছে
মধুর বসন্ত মধুর মিলনে হেসেছে ।
মধুর বসন্ত মধুর মিলন চেয়েছে তাই
তোমার আঁচল ভরা সুখে ,কোমল মুখে
যুগ যুগ ধরে বসন্ত বাঁধা পড়েছে ।
ভালবেসে বধূ এসেছ বলে বসন্ত ফিরে এসেছে ।
কৃষ্ণচূড়া সাজিয়েছে ফুল থরে থরে
রাধাচূড়া দিয়েছে রঙ উজাড় করে ,
এ মধুর বসন্তে বধূ তুমি এসেছ বলে ।
এ মধুর বসন্তে বধূ তুমি এসেছ বলে
মিঠে সুরে সানাই বেজেছে আঙ্গিনায় ।
বসন্ত খুশির উৎসব নিয়ে এসেছে ।
তোমার দুগালে লজ্জা আবীর ছুঁয়েছে
মন যেন কবে তোমার পরশ চেয়েছে
মধুর বসন্ত মধুর মিলনে হেসেছে ।
মধুর বসন্ত মধুর মিলন চেয়েছে তাই
তোমার আঁচল ভরা সুখে ,কোমল মুখে
যুগ যুগ ধরে বসন্ত বাঁধা পড়েছে ।
ভালবেসে বধূ এসেছ বলে বসন্ত ফিরে এসেছে ।
Tags:
কবিতা