শূন্য এবং অমৃত
তুমি আমার স্রষ্টা, কিংবা আমি তোমার - ভাবতে ভাবতেই
শূন্য এসে সামনে দাঁড়ায় -
হেমলক পেয়ালায় ঠোঁট রেখে সক্রেটিস বলে, 'একচুমুক চেখে দ্যাখো অমৃতের স্বাদ!'
আমি শূন্যের চোখে চোখ রাখি
ফিসফিসিয়ে কে যেন বলে যায়, 'শূন্যেরও ভ্যালু আছে, নিরর্থক নয়!'
অতঃপর সক্রেটিস এবং আমি কোরাসে গেয়ে উঠি, ' থ্রি চিয়ার্স বন্ধু!'
বিনাশেই সৃষ্টি জোয়ার
পরিখা খুড়ে চলেছি
নিজেই নিজেকে দেই গোর
বার বার।
বিনাশেই সৃষ্টি জোয়ার
বীজতলায় মাটিচাপা পুরানো
অঙ্কুরোদগমে হাসে ভোরের আকাশ।
একই নদী
সময় প্রহারে নেয় নিত্য জনম
দুবার সাঁতার কাটি কীভাবে!

শূন্য এসে সামনে দাঁড়ায় -
হেমলক পেয়ালায় ঠোঁট রেখে সক্রেটিস বলে, 'একচুমুক চেখে দ্যাখো অমৃতের স্বাদ!'
আমি শূন্যের চোখে চোখ রাখি
ফিসফিসিয়ে কে যেন বলে যায়, 'শূন্যেরও ভ্যালু আছে, নিরর্থক নয়!'
অতঃপর সক্রেটিস এবং আমি কোরাসে গেয়ে উঠি, ' থ্রি চিয়ার্স বন্ধু!'
বিনাশেই সৃষ্টি জোয়ার
পরিখা খুড়ে চলেছি
নিজেই নিজেকে দেই গোর
বার বার।
বিনাশেই সৃষ্টি জোয়ার
বীজতলায় মাটিচাপা পুরানো
অঙ্কুরোদগমে হাসে ভোরের আকাশ।
একই নদী
সময় প্রহারে নেয় নিত্য জনম
দুবার সাঁতার কাটি কীভাবে!
Tags:
একক কবিতা