হোমকবিতাজিনাত জাহান খান জিনাত জাহান খান 0 sobdermichil মার্চ ২৩, ২০১৬ ভালোবাসি একদিন 'ভালোবাসি' শব্দের উত্তাপে ছুটে গিয়েছিলাম সবুজ বৃক্ষের কাছে – স্থির ঝরা পাতাদের করুণ দৃষ্টি দেখে ফিরে এসেছিলাম। পৃথিবীর বাইরে অন্য কোন গ্রহে আছে কি এমন ঝরে পড়া সভ্যতা! জানা ছিল না... ইদানীং আমাদের প্রসঙ্গ এলে – চুপ করে থাকি Tags কবিতা নবীনতর পূর্বতন
সুচিন্তিত মতামত দিন