আমি, নারী এক
মিচেল নাখলিস
আমি, নারী এক,
এই গ্রহের অনমনীয় এক বাসিন্দা
আমি দেখি এমন দিন আসছে শরৎ যেখানে
চুম্বন দেয় ঋতুরাজ বসন্তের কপোলে।
আশা রাখি আমার রক্তের আঙুর গোলায়।
দেখতে থাকি আমার করতলে সবুজ পত্রের গৈরিক গ্রহণ।
অনুভব করতে থাকি জীবনের বেড়ে ওঠা, যে জীবন উন্মত্ত প্রেম আর
মূর্খ সুখ দিয়ে বীজ রোপণ করে।
আর সেই অবসরে ওরা চলে যেত, একের পর এক,
সূর্যেরা, ঋক্ষেরা, জ্যোতিরা।
আমার অপত্যের নাম উচ্চারণ করতে শিখেছি আমি
সেই যারা আমার কাছে একটু একটু করে বিকশিত হয়েছিল কিংবা
কখনো কদাচিৎ আমার অন্ত্রের
মিষ্টি মহাকাশচারী হয়ে রয়েছিল।
আমি জীবনের রহস্য চিনতাম।
ঝড়ের কাছে ঐকান্তিক আগ্রহ পান করেছি আমি
লবণ ঊর্মিমালায় প্রমত্ত হয়েছিল আমার ত্বক
সেই বীচিমালা যারা সূর্যালোকে সোনালি হয়ে উঠেছিল।
আমি চিনেছি বারিধি ঝড়
আমি চিনেছি সমুদ্রের উপরে ঘটা নক্ষত্রের সঠিক বিদ্রোহ,
আর অনুভব করেছি এই কায় আগ্রাসী অবশীভূত ক্ষুদ্রতা
আর কখনো কখনো সময় ও স্থানের এক খন্ডও।
আমি, নারী এক,
এই গ্রহের অনমনীয় এক বাসিন্দা
আমার ভালবাসার ছাপ আমি রেখে এসেছি মেঘের উপরে
যে ছাপ ক্রমশ হালকা হয়ে বিলীয়মান হয় যায়।
এখন আশা রাখি
একটি পূর্ণ দান
একটি দিন যেখানে শরৎ
আনন্দময়তা ভাগ করে নেবে
এই গেঁজিয়ে ওঠা রসের যা এখন আমার রক্ত
আর সুখের চুম্বন দেবে বসন্তকেই।
অনুবাদ - জয়া চৌধুরী
Tags:
অনুবাদ