বসন্তের হাতছানি
কৃষ্ণচূড়ার ডালে উঁকি দিচ্ছে মায়াবতী রং। কচিপাতায় নূতন স্বপ্ন ।
শীতগন্ধ মিশে যায় ঝরা পাতাদের মৃত্যুগানের কলতানে ।
ঋতুর চোখ এঁকে দিচ্ছে প্রেমিকার খোঁপায় ভুবন সুখের স্বর্গোদ্যান ।
টলটলে জলের দিঘিতে ফুটে আছে থোকা থোকা পদ্ম । শাল পিয়ালের
বনে দখিন হাওয়ার কানাকানি । ফাগুন হাওয়ার সাথে কোকিলের মিতালী ।
মোহন বাঁশি অগোচরে ডেকে যায় একরাশ ভাবনায় নিমগ্ন উঠোন ।
কৃষ্ণচূড়ার ডালে উঁকি দিচ্ছে মায়াবতী রং। কচিপাতায় নূতন স্বপ্ন ।
শীতগন্ধ মিশে যায় ঝরা পাতাদের মৃত্যুগানের কলতানে ।
ঋতুর চোখ এঁকে দিচ্ছে প্রেমিকার খোঁপায় ভুবন সুখের স্বর্গোদ্যান ।
টলটলে জলের দিঘিতে ফুটে আছে থোকা থোকা পদ্ম । শাল পিয়ালের
বনে দখিন হাওয়ার কানাকানি । ফাগুন হাওয়ার সাথে কোকিলের মিতালী ।
মোহন বাঁশি অগোচরে ডেকে যায় একরাশ ভাবনায় নিমগ্ন উঠোন ।
Tags:
কবিতা