গার্গী ভট্টাচার্য


রুক্ষ বসন্ত
                                            
প্যানপ্যানে কথা শুনে
জ্বলে যায় পিত্ত,
প্রেমে নাকি মাখো মাখো
সকলের চিত্ত!

পথে,ঘাটে,ট্রামে,বাসে
প্রেম কিগো হয়না?
বসন্ত তরে আর
কেউ বসে রয়না।

তবে কেন এত ঢং
ঋতুরাজ বেলাতে?
প্রেম প্রেম করে কেন
আসো বাপু জ্বালাতে?

লাভ্ গুরু ঋতুরাজ!
এ ধারনা পুরানো,
এখন তো প্রতি ঋতু
প্রেমরসে জারানো।

ওই দেখো!বিশ্বেস
হল নাতো কথাটা?
ভেবে দেখো ভালো করে
খাটিয়ে ও মাথাটা।

আমি আর ভোলাভালা
থাকবো না কিছুতে,
জিমে যাবো এইবার
মাশল্ টা বানাতে।

পুরুষ যে ঋতুরাজ
একেবারে ভুলেছি,
তোমাদের চাপে পড়ে
প্রেম ঋতু হয়েছি!

কুহুরব আমি আর
শুনবোনা কখনো,
বোকাসোকা ভালো হয়ে
থাকবো কি এখনো!

ফাল্গুনী,চৈতালি
বলে দিল স্পষ্ট,
'বোকা বোকা ঋতু হলে
পাবে তুমি কষ্ট,

গ্রীষ্মের মতো যদি
স্ট্রং হতে পারতে,
সুপুরুষ কাকে বলে
তবে তুমি জানতে।'

পড়েছি যে খুব চাপে,
মনে আছে শঙ্কা,
এতো যেন বিপদের
আগমনী ডঙ্কা!

এতো বড় ইনসাল্ট্
করলো দু'রাণীতে!
ভাবলেই ঝড় ওঠে
অন্তর খানিতে!

এবারেতো তাই আমি
ভালো রাজা হব না,
গ্রীষ্মের মতো রোদে
পোড়াবো এ বেদনা।



Previous Post Next Post