ফারহানা খানম

মৌন বিষাদের জলঘড়ি
এই যে দাপুটে পুরুষ, মনে বয়সের ছাপ ফেলে দাও কেন?
তোমার কি একবারও মনে হয়না ডার্ক চকলেট হয়ে যেতে পারি আমি
এন্টি-অক্সিডেন্ট হয়ে বিদগ্ধ করে দিতে পারি প্রাসঙ্গিক বলিরেখা।

হ্যা! এই যে দেখো জামদানীটা, পাট ভাঙ্গলেই ফাগুন আঁকা
মৌলিক প্রবাহ
কুচিতে কুচিতে জলোচ্ছ্বাস
ভিজে যাবে তুমি! আসলে তুমি ভিজতেই চাও
নূপুর পড়বো! নাকি মল?

এমা তোমার কানে দেখি চৈত্রের রোদ, লজ্জা পেলে
জানি! জানি!! এটুকুই ক্ষমতা, স্বরূপের মত্ত সীমাবদ্ধতা।
টিপটা পড়ি কাজলটা টানি তারপর দেখবো
কোথাও দেখতে পাও টানাপেড়েন, মৌন বিষাদের জলঘড়ি।


Previous Post Next Post