তবু বসে থাকি
ঝরাপাতা ঝরে যায়
বসন্ত উঁকি দেয় জানালায়
বনে বনে ক্ষেতে ক্ষেতে ডালে ডালে
যৌবনে মৌবনে
মনের গহিনে অতল তলে
তোমাকে ঘিরে আমার কবিতা।
মাঝে মাঝে খুব মন খারাপ হয়
তুমি নেই ভাবতেই পারি না
তোমার ডালে কোকিল বাসা বেঁধেছে
ডেকে যায়, হেরে যায়
দূরে বাঁশি বাঁজে, মন কাঁদে প্রাণ কাঁদে
তোমারও লাগিয়া
বসন্ত আসে বসন্ত চলে যায়।
তুমি নেই ভাবতেই পারি না
তবু বসে থাকি
তুমি আসবে নিরবে বিজনে
তেল রংয়ে ছবি আঁকি
তোমার হাত-পা, মুখ, চুল, বক্ষ
নাভীর নদীতে আঁকি গঙ্গা;
বয়ে চলে জল অবিরল
ছবি আঁকা থানে না,
চলতেই থাকে, চলতেই থাকে।
দেশ জাতি বৈকন্ঠের উইল
এক আকাশ নীল
এক সাগর জল
আর এক উঠোন ভালোবাসা
সবই তোমার জন্যে।

বসন্ত উঁকি দেয় জানালায়
বনে বনে ক্ষেতে ক্ষেতে ডালে ডালে
যৌবনে মৌবনে
মনের গহিনে অতল তলে
তোমাকে ঘিরে আমার কবিতা।
মাঝে মাঝে খুব মন খারাপ হয়
তুমি নেই ভাবতেই পারি না
তোমার ডালে কোকিল বাসা বেঁধেছে
ডেকে যায়, হেরে যায়
দূরে বাঁশি বাঁজে, মন কাঁদে প্রাণ কাঁদে
তোমারও লাগিয়া
বসন্ত আসে বসন্ত চলে যায়।
তুমি নেই ভাবতেই পারি না
তবু বসে থাকি
তুমি আসবে নিরবে বিজনে
তেল রংয়ে ছবি আঁকি
তোমার হাত-পা, মুখ, চুল, বক্ষ
নাভীর নদীতে আঁকি গঙ্গা;
বয়ে চলে জল অবিরল
ছবি আঁকা থানে না,
চলতেই থাকে, চলতেই থাকে।
দেশ জাতি বৈকন্ঠের উইল
এক আকাশ নীল
এক সাগর জল
আর এক উঠোন ভালোবাসা
সবই তোমার জন্যে।
Tags:
কবিতা