দীপঙ্কর বেরা



মনের মধ্যে একটা লোভ থাকে আকাশের মত বড় হবে। কিন্তু আকাশ দেখে ভাবে, বাপরে! এত্তবড়! তবুও আকাশকে তো আর বলতে পারে না যে ছোট হও, কিন্তু নিজের আকাশটাকে ছোট করে ফেলতেই পারে।  এই ছোট করার ইচ্ছেতে একদিন আকাশ বিন্দুর মত। তারপর মিলিয়ে যায়।  এইভাবে কারো ছোট্ট একটু ঘরে এত্তবড় আকাশ আর কারো বিরাট বারান্দাতে চাঁদ তারা কিছু নেই।

এই বেঁচে থাকার অ-খেলায় কত মানুষ যে অভ্যস্ত হয়ে পড়ছে তার ইয়ত্তা নেই। তারা নিজেরাই নিজেকে বলছে - দিয়েছি থোঁথা মুখ ভোঁতা করে। আমার উপর বাটপাড়ি! এই দেখ, নিয়ে এসেছি কতদানা।  শালা ভিখারী, না খেয়ে মর! আমার তো সাত পুরুষ বসে খাবে।

পাল্টানো অবস্থান কিংবা পাল্টে ফেলব অবস্থান; আকাশহীন এ ভাবনায় কোন মুক্ত বা মুক্তি নেই, পুরোটাই বদ্ধ সংকীর্ণ।  আকাশ বেচারা আজও এ গ্রহ থেকে ও গ্রহে।


পরিচিতি


Previous Post Next Post