তোমায়
তোমায়
হয়তো, কোনোদিন ভালোবেসেছিলাম,
সেটা ভুলে গেছি
অনেক দুপুর পেরোনো অভিমানে...
তুমি বুঝতে চাওনি তখন,
কিংবা,
বোঝাতে পারিনি প্রতিদানে ।
আমি,
আটকে থাকিনি
সাড়া না দেওয়া সে রাস্তায়...
আমি
হেঁটে গেছি বহু,
বহু দূর...
তুমি
খোঁজোনি আমায় সে রাস্তায়,
বেঁধে গেছো কোনো 'অন্য সুর' ।
আমি
হয়তো, খুঁজে গেছি ভুল স্রোতে তোমাকেই
তুমি তা বুঝেও করেছ উপহাস ।
আজ
হঠাৎ, ভাবতে ভালো লাগে বেশ
একটা দিন তোমায় জুড়েই ছিল ভাবনার রেশ...
আজকে সেটাকে মোহ স্বীকৃতি দিই মনের কিনারে, ব্যর্থতা সাজাই, প্রত্যাখ্যানের অদৃশ্য স্মৃতি'র মিনারে ।
মন বাড়ি'টার কার্নিশ আজও ভিজে যায়
ফাঁকা বরষায়,
ভুলের সাগরে স্রোতের মাসুল
মনটাকে শুধু দর্শায়।
তুমি জানতে চাইবেনা?
সত্যি!
এতটাই তুমি নিষ্ঠুর...
তোমায় ভাববো না এটা দিব্বি!
আমি চলে যাবো ঠিক,
বহু দূর...
শেষ প্রেমিকা
আজ খুব মনে পড়ে
আমার প্রথম প্রেমিকাকে,
কোনোদিনও যে গ্রহণ করেনি
আমার প্রেম।
সহস্র তারা ফোটে যে আকাশে,
সন্ধ্যাপ্রদীপ জ্বেলে সে আকাশে,
প্রতি তারাকে সাক্ষী রেখেই
প্রার্থনা করেছিলাম সে প্রেমের।
সীমানা ছাড়িয়ে
প্রত্যাখানই জুটেছে,
এ মনের খাঁজে খাঁজে।
ভেবেছিলাম সে পথ গেছে বেঁকে
বার বার গেছি ছুটে,
পথ তো ফেরেনি তবু
কেন উচাটন তবে...
পথ ছাড়িয়ে আজ আমি একা,
তাকে প্রথম দেখার
আগের মুহূর্তগুলোর মতো
যন্ত্রণার সুখেই বাঁচছি
একা একা,
সন্ধ্যাপ্রদীপ শিখায়
কান্নার রূপরেখা...
বুঝতে পারি, জীবন সায়াহ্নে এসে...
আজ মনে পড়ে খুব
প্রথম প্রেমিকাকে,
আমার জীবনে শেষ...
শেষ প্রেমিকাও সে।
তোমায়
হয়তো, কোনোদিন ভালোবেসেছিলাম,
সেটা ভুলে গেছি
অনেক দুপুর পেরোনো অভিমানে...
তুমি বুঝতে চাওনি তখন,
কিংবা,
বোঝাতে পারিনি প্রতিদানে ।
আমি,
আটকে থাকিনি
সাড়া না দেওয়া সে রাস্তায়...
আমি
হেঁটে গেছি বহু,
বহু দূর...
তুমি
খোঁজোনি আমায় সে রাস্তায়,
বেঁধে গেছো কোনো 'অন্য সুর' ।
আমি
হয়তো, খুঁজে গেছি ভুল স্রোতে তোমাকেই
তুমি তা বুঝেও করেছ উপহাস ।
আজ
হঠাৎ, ভাবতে ভালো লাগে বেশ
একটা দিন তোমায় জুড়েই ছিল ভাবনার রেশ...
আজকে সেটাকে মোহ স্বীকৃতি দিই মনের কিনারে, ব্যর্থতা সাজাই, প্রত্যাখ্যানের অদৃশ্য স্মৃতি'র মিনারে ।
মন বাড়ি'টার কার্নিশ আজও ভিজে যায়
ফাঁকা বরষায়,
ভুলের সাগরে স্রোতের মাসুল
মনটাকে শুধু দর্শায়।
তুমি জানতে চাইবেনা?
সত্যি!
এতটাই তুমি নিষ্ঠুর...
তোমায় ভাববো না এটা দিব্বি!
আমি চলে যাবো ঠিক,
বহু দূর...
শেষ প্রেমিকা
আজ খুব মনে পড়ে
আমার প্রথম প্রেমিকাকে,
কোনোদিনও যে গ্রহণ করেনি
আমার প্রেম।
সহস্র তারা ফোটে যে আকাশে,
সন্ধ্যাপ্রদীপ জ্বেলে সে আকাশে,
প্রতি তারাকে সাক্ষী রেখেই
প্রার্থনা করেছিলাম সে প্রেমের।
সীমানা ছাড়িয়ে
প্রত্যাখানই জুটেছে,
এ মনের খাঁজে খাঁজে।
ভেবেছিলাম সে পথ গেছে বেঁকে
বার বার গেছি ছুটে,
পথ তো ফেরেনি তবু
কেন উচাটন তবে...
পথ ছাড়িয়ে আজ আমি একা,
তাকে প্রথম দেখার
আগের মুহূর্তগুলোর মতো
যন্ত্রণার সুখেই বাঁচছি
একা একা,
সন্ধ্যাপ্রদীপ শিখায়
কান্নার রূপরেখা...
বুঝতে পারি, জীবন সায়াহ্নে এসে...
আজ মনে পড়ে খুব
প্রথম প্রেমিকাকে,
আমার জীবনে শেষ...
শেষ প্রেমিকাও সে।
Tags:
একক কবিতা