অভিষেক পাল



রঙ


আবছা আলোয় ঢাকা
উদ্দাম ভিড়
যখন ক্ষয় হতে থাকে
সবুজ ঘাসের ওপর
নীল নীরবতা
কোন বাইলেনে ঠিকানা খোঁজে
কলঙ্ক নামক অধ্যায় থেকে
দূরে.. বহুদূরে পালাতে চায়
স্মৃতির কোন এক ভাষায়
আমার ধূসর পাণ্ডুলিপি থেকে
বেড়িয়ে আসো তুমি
আবীর রঙে ঢাকা মুখ
আলতো করে চেখে নেয়
তোমার হাসি।
বসন্ত এখানেও হয়!

এখন আমি, নীরবে
চলে যেতে চাই
দু:খে নয়, উল্লাসে....

               
সুন্দর এসো কাছে


সুন্দর এসো কাছে
নির্বিকারে শূণ্য কর দেহ

পুড়তে চায় লাল- নীল শোভা

অমিল থাকবে কিছু
আপেক্ষিক ব্যাপারটা

শুনুক বুঝুক বেডকভার

স্পর্শকাতর বাঁদিকে কড়া নাড়ুক
অহর্নিশ উঠে আসুক সুন্দর
নি:শ্চুপ... নিভৃতে...

         

Previous Post Next Post