ফ্যান্টাসি

ফ্যান্টাসি মানে ফুলের নির্বাক সঙ্গম
ফ্যান্টাসি মানে তিমি মাছের রসালো আলিঙ্গন
ফ্যান্টাসি মানে রোমিও জুলিয়েট অমর বন্ধন
ফ্যান্টাসি মানে অতৃপ্ত কাল্পনিক প্রেমের তৃপ্ততা
হঁাটুর নীচের ঠান্ডা স্পর্শ
রক্তজমা হাজার বছরের অতৃপ্ত চাউনি
বারবার কেঁপে উঠা ঠোঁটের আগ্নেয়গিরির অগ্নু্ৎপাত
বাগানের প্রথম গোলাপ
শুরু হওয়া ভালোলাগা কোন রোমাণ্টিক থিয়েটার
যন্ত্রণার আনন্দে উন্মত্ত প্রেমপিপাসা
পঙ্গুর ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার স্বপ্ন
হাত পা ভাঙার পরও
বক্সিং চ্যাম্পিয়ান হওয়ার তেজ
একজন থাইরয়েড রুগীর সাঁতারেতে
ইংলিশ চ্যানেল পার
অগ্নি স্ফুলিঙ্গে আত্মিক মিলনের পরিতৃপ্তি
আর কতদিন
যে চিঠিটা আসার আগেই আ্যন্টিভাইরাস
হয়ে যেত
সেই ইমেল টি আর প্রেমিকের ইনবক্সতে
চ্যাটের স্টিকার হয় না
একটুখানি আড়াল হলেই মনটা কেমন করে না
বাবার দেওয়া পেনটি কেও এক্সক্লুসিভ
বলে আশার সরকারী চাকরীর ইন্টারভিউতে সফল আনে না
ঝড়ের ইউক্যালিপটাস পাতা উড়তে উড়তে শুকনো আমষিতে পড়ে না
ভুলে গেছে মেঘ বৃষ্টিকে
সময় নেই আর তার
ঝরে পড়ার
শীতল হওয়ার
একবার গরম হওয়া জল
কখনোই শীতল বরফে নামতে চায় না
ঠিক
যেমন কাকের বাচ্চা বড় হলে কোকিলের বাসায়
ফিরে যাওয়া ষাঁড় গাভীর কাছে
পর্ণমোচী বৃক্ষের পাতা
বিবাহিত পুরুষের কৌমার্য
বন্ধ্যা নারীর প্রথম ঋতুস্রাব
বাবা মায়ের প্রথম সন্তানের হাসি
কুমারী মেয়ের প্রথম প্রেমের প্রথম চুম্বন...
Tags:
একক কবিতা