" বসন্ত" এই শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যে দৃশ্যটি তা হল রঙের আলাপ । বসন্ত মানেই অশোক, পলাশ , শিমুল। বসন্ত মানেই ফাগুয়ার রঙিন সমাহার। বসন্ত মানেই নবীন , বসন্ত মানেই প্রেম ,বসন্ত মানেই প্রকৃতিতে রূপের বাহার। বসন্ত মানে বাঙালীর কাছে আরও এক বড় উৎসব- "বসন্ত উৎসব" রবি ঠাকুরের "শান্তিনিকেতন" । বাঙালীর মননে গ্রন্থনে যা রয়ে যাবে আজন্মকাল । এ বসন্ত প্রেমের ,এ বসন্ত হারানোর , এ বসন্ত নবীন প্রেমিকের আহ্বানে নিজেকে সঁপে দেবার। পায়ে পায়ে পথ চলতে চলতে মিলনের বার্তা বয়ে আনে প্রকৃতি । পাতায় পাতায় ,ফুলে ফুলে লেগে থাকে তার ঘ্রাণ। ভ্রমরেরা দ্যূত হয়ে প্রেমিকার কানে শুনিয়ে যায় সেই বার্তা। প্রতীক্ষার দীর্ঘ প্রহরে ক্রমশঃ ব্যাকুলতা বাড়ে ,একান্তে নীরবে চঞ্চলতা বাড়ে ,বাড়ে আকুতি। এই মুহূর্তগুলো শুধুই একা,একান্তে প্রতীক্ষার, নীরব ব্যকুলতার - দীর্ঘ প্রতীক্ষা শেষে মুহূর্তগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে আসে উষ্ণ শ্বাসে। আকাশে বাতাসে যেন তারই প্রতিধ্বনি ভেসে আসে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত মিলন। আকাশ বাতাস সমগ্র প্রকৃতি নব সাজে সজ্জিত। প্রেমিকের বাহুডোরে বাঁধা পরা নবীন প্রেমিকার প্রাণে ঝর্নার উচ্ছলতা ,হৃদয়ে কোকিলের কুহুতান। এ মিলন প্রেমে ,প্রকৃতিতে ,ঈশ্বরে ,আরাধ্যে -নব সাজে সজ্জিত জীবন আলেখ্যে।
বসন্তের আলেখ্যে সব শেষে কবির ভাষাতেই কবির সুরে সুর মিলিয়ে আমি অনন্যা আজ ‘ গান ঘরে ‘ যথাক্রমে স্বাগতালক্ষী দাশগুপ্ত , ইন্দ্রানী সেন-শ্রাবনী সেন ,শ্রীকান্ত আচার্য ,ভাস্বতী দত্ত,কনিকা বন্দ্যোপাধ্যায়, পূরবী দাম প্রমুখ নবীন ও প্রবীন শিল্পীর গান নিয়ে সাজিয়েছি শব্দের মিছিলের "ফাগুন" সংখ্যা আপনাদের জন্য।
Tags:
সঙ্গীত