অলোক মিত্র




সঙ্গী হই পথের


আমি একা হতে হতে
কখন যেন সঙ্গী হই পথের
সময়ের  বৈপরীততে
নিরর্থক প্রেমের শিলালিপি খুঁজি
শিখি নির্বাক মূর্তি হওয়ার কৌশল
নিস্প্রান দেহে
বেঁচে থাকার অভিলাস
দেখি, একটা মাছরাঙ্গা আমারই মতন
অপেক্ষাতে হাঁটু গেরে বসে আছে হিজলডালে
দুরাগাত প্রতীক্ষার শেষ ঠিকানায় ।

Previous Post Next Post