আগন্তুক



অবনী, আমি আছি... 

অবনী কে মনে আছে?
চা বসাও,বাজারে যাবো,আজ
সস্তায় ইলিশ এসেছে।

অবনী বাড়ি আছো?
মৌরলা মাছ আনি? টক কোরো জমিয়ে?
হাওয়াই চটিতে রক্তের দাগ শুকনো-

অবনী বাড়ি ফিরলো?
ওবেলা তো মজলিশ,,,
যথেষ্ট কোকাকোলা আছে তো?

অবনী কে মনে,,,
" আরে ধুর! কে অবনী?"
চা-ওয়ার্ল্ড কাপ,মৌরলা-ইলিশ-মজলিশ,,,

বাঙালি-
অবনী বাড়ি ফেরেনি।



Previous Post Next Post