ডাঃ সায়ন্ন্যা দাশদত্ত





এক হাঁটু লোনাজলে হৃদয় ডুবিয়ে কিছু দীর্ঘশ্বাস হাঁটছে সবদিন। 
- তুই আসবি না ? বসন্ত বসে আছে ।
- আসলেও কি ? নিয়মকানুন থেকে যায় ।
- আসছি তবে।  মিলিয়ে নিস . . . বাতাসে ভোর থাকবেই . . . অপলক চাউনি . . . আলসেতে থুতনি রেখে অপেক্ষা . . . দেখা হলেই বুকের মোচড় . . . হুবহু পাবি ! 
- বেশি হলো না ? 
- কেন ? বেশি কেন শুনি ? 
- কবে বলেছি এতো সব চাই ? 
- লজ্জা করিস এখনও ? কতবার বলেছি . . . ভালোবাসি . . . ভালোবাসি . . . ভালোবাসি ।
- লজ্জা তো নয়। আর নেবো কি ? এই বেশি ; ঢের বেশি ।
- তুই কেমন বলতো !
- মন্দ ? না ভালো ? 
- ওসব ছাড় ।  বল সবদিন থাকবি ? 
- হুঁ , যেতে ইচ্ছেও তো কই আর হয় ? 
- তবে থেকে যাই চল ।

হৃদয় , তুমি হারাতে জানো না ? সঞ্চয় তোমার মস্ত অসুখ। সব সুখে জাগতে নেই। আবার সব অসুখ জাগাতেও নেই। হৃদয় , কমলাটে বিকেলে ক্যামেরা গলায় প্রেম তাকালে পাখি হতে নেই। পাখিদের আয়ু থাকেনা। বিকেল ফুরোলেই অন্ধ হতে হয়। হৃদয় , কিছু দেয়ার পর শূন্যে বসতে হয় . . . জানতে না ? হৃদয় , বুকে ঝড় উঠলে আছড়ে পড়ায় বৃষ্টি জন্ম নেয়. . . জেনে রেখো আজ থেকে। হৃদয় , তোমার ভালবাসার দাম ওঠেনি ভালো . . . ভুলে থেকো না যেন ! 

- ইচ্ছে হলে থেমে যেতে পারিস না বল? 
- কি জানি ? বাইরে অজস্র চোখ। 
- থাকুক গে। চল , মাঠ হয়ে যাই একসাথে। 
- পারিস বুঝি মাঠ হতে ? 
- ইলিগিলিহুশ ! মন্ত্র দিলাম মাঠ হয়ে যা ! 
- আর তুই ! ? 
- মন্ত্র নিয়ে রইলাম তো। আসিস ফের। সোমবার নদী . . . বুধে ঘুড়ি . . . শুক্রে রোদ্দুর . . . যেদিন যেমন চাস। 
- তোকে চাই যদি ? 
- ওসব হয়না।  জানো না হৃদয় ? 

Previous Post Next Post