সুজন সাজু






এমন মধুর 


একটি খোকা আপন মনে
নীরব  দুপুর  শান্ত  ক্ষণে
বাঁশিতে সুর তোলে,
আকুল করা সুরের টানে
ঢেউ  তরঙ্গে  গানে গানে
প্রাণটা তখন দোলে।

এমন  মধুর  বাঁশির  সুর
তাড়ায় যাতন অনেক দূর
জাগে স্বপন আশা,
আশায় থাকি আমোদ ভরে
খুশির  নাচন  ফুর্তি  ঝরে
হৃদয় জুড়ে খাসা।

এইতো প্রাণের ভাষা,
ভাব প্রকাশে দোলনা দেয়
অন্তর  নদীর  আশা।

Previous Post Next Post