সুন্দরম

From: soirondhree bharoti [mailto:soirondhree1990@gmail.com] 
Sent: 06 February 2016 22:30
To: submit@sobdermichil.com
Subject: POEMS


সুহৃদ সম্পাদক মহাশয় / মহাশয়া  , 
সেদিন কোথায় পড়লাম যেন , প্রতি এক পক্ষকাল অন্তর একটি করে ভাষা মৃত নক্ষত্রে পরিণত হচ্ছে , যাদের আলো হয়তো আরো কিছু বছর পাওয়া যাবে । ভ্রম হবে ভাষাটি ভালোই আছে , বেঁচে বর্তে । আসলে তার মৃত্যু ঘটে গেছে , সে ভাষায় কোনো মানুষ আর কথা বলছে না !

আমাদের বাংলা কেমন আছে ? তার মন ও শরীরের অবস্থা কেমন ? ছোট্ট মেয়েটি কিন্তু এখন আর ছোটটি নেই । তার সাথে এখন , বহু বছর হতে চলল ইংরেজি , হিন্দি , ওড়িয়া , অসমীয়া --- আরো কত কত ভিনদেশী যুবক যুবতীর ভাব , কখনও কখনও বিরোধও হয় না কি ? আমরা কি সে সবের খেয়াল রাখছি ? তার স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখার জন্য , প্রকৃত কবিতা গড়ে তুলছি ? কবিতাই তো ভাষার ওষধি লতা , তার দীর্ঘায়ুর জন্য ।  ভাষার অমরত্বের জন্য ।

কয়েকটি কবিতা পাঠালাম । আশা রাখি পাঠ করবেন , প্রকাশিত হলে জানাবেন । .docx  ও .pdf --- দুরকম format-এই পাঠাচ্ছি । বাংলা ভাষায় , কবিতার নিবিড় পাঠক-পাঠিকাদের জন্য কবিতা  গুলি  উৎসর্গীকৃত ।

ভালো থাকবেন । 

ধন্যবাদান্তে ,
সুন্দরম

ঠিকানা :
সুন্দরম দাস  ,
প্রযত্নে , শক্তি রঞ্জন দত্ত ,
৩/৯৩ শেঠ বাগান কলোনি ,
দমদম , কলকাতা ,
পিন --- ৭০০০৩০



Previous Post Next Post