সৌমেন ফৌজদার





মাতৃভাষা


শোনো ও সাহেব বাবু
বাংলা আমার ভাষা।
তোমার মুখেও শুনতে বাংলা
লাগে ভারি খাসা।।

অনেক ভাষা শুনি তবুও
বাংলা আমার প্রিয়।
তোমার বাড়ি যাবার আগে
বাংলা শিখে যেয়ো।।

এই ভাষাতেই কান্না মোদের
এই ভাষাতেই হাসা।
মায়ের মুখেই প্রথম শুনি
বাংলা মাতৃভাষা।।



Previous Post Next Post