সোহম্ মুখোপাধ্যায়



কীসের একুশ?


আজকে আবার একুশে ফেব্রুয়ারি,
একুশ মানেই বাংলা ভাষার ঘোর।
একুশ মানেই একসাথে পথ হাঁটা,
এমন একুশে হাতে হাত রাখি তোর।

একুশের আর কদর কে আর বোঝে?
নামেই একুশ, ভাবের ঘরেতে বাস ;
বাইশ এলেই "English " মুখে ফোটে,
বাংলা ভাষায় ভীষণ সর্বনাশ।

এ ভাষা আবার আমাদের ভাষা নাকি?
মেকি, প্যানপ্যানে, একঘেয়ে এই ভাষা ।
ফেসবুক আর ইন্টারনেট মিশে,
বাংলা ভাষার উল্টে দিয়েছি পাশা।

বাংলাভাষায় বোকারাই কথা বলে,
এ ভাষা কখনো বুদ্ধিজীবীর নয়।
বাংলা ভাষায় পদ্য লিখতে পারি,
এ ভাষা বললে অসম্মানের ভয়।

এমন একুশ দরকার নেই কোনো,
তবু কেন আজ একুশের ঢেউ তোলো?
আজকের দিন বাংলাভাষার নয়,
বলতে পারলে আজীবন কথা বোলো।

বাংলা ভাষাটা মায়ের দুধের মতো,
বাংলা ভাষাটা আমার অহংকার।
বন্ধুরা জেনো, একুশ আমার নয়,
আমার কাঁধেতে সারা জীবনের ভার।


Previous Post Next Post