দুষ্টু মিষ্টি ষোলো
ইউনিস ডি সুজা
না, মানে , তুমি এটা বলতে পারো না যে
তারা চেষ্টা করে নি ।
মায়েরা কখনোই ঋতুস্রাবের কথা উল্লেখ করেন নি ।
একজন সন্ন্যাসিনী আঁতকে উঠেছেন : মেয়ে তুমি বড় দুর্বিনীত
ব্রা এর নামোচ্চারণও কোরো না যেন
হাতের বালার কথা বলতে পার বরং ।
তিনি কাগজ দিয়ে হাতা বানিয়ে জুড়ে দিতেন
তার হাতকাটা পোষাকগুলিতে ।
ধর্মপ্রচারক গর্জে উঠেছেন ,
কক্ষনো কোনো পুরুষের সাথে একলা যাবে না
একা একা একেবারেই নয়
এমনকি তুমি যদি বাগদত্তাও হও
চুমু খেও নিস্পৃহভাবে ।
ষোলো বছর বয়সে , ফিবি আমায় জিজ্ঞেস করেছিল :
ধর তুমি যখন একটা নাচঘরে নাচছ , এমনটা কি ঘটতে পারে
মানে , তুমি নিশ্চয় বুঝতে পারছ , আমি কি বলতে চাইছি
এই মানে গর্ভবতী হয়ে পড়া বা অন্য কিছু ,
তুমি নাচ করতে করতেই ?
আমার ষোলো বছর বয়সে , আমি ওকে আস্বস্ত করলাম ,
অবশ্যই তুমি সেটা পারো ।
( ইউনিস ডি সুজার জন্ম পুনেতে , ১৯৪০ এ । এটি তাঁর ইংরেজীতে লেখা মূল কবিতা ‘Sweet Sixteen’ এর অনুবাদ )
অনুবাদ: শর্মিষ্ঠা ঘোষ
ইউনিস ডি সুজা
না, মানে , তুমি এটা বলতে পারো না যে
তারা চেষ্টা করে নি ।
মায়েরা কখনোই ঋতুস্রাবের কথা উল্লেখ করেন নি ।
একজন সন্ন্যাসিনী আঁতকে উঠেছেন : মেয়ে তুমি বড় দুর্বিনীত
ব্রা এর নামোচ্চারণও কোরো না যেন
হাতের বালার কথা বলতে পার বরং ।
তিনি কাগজ দিয়ে হাতা বানিয়ে জুড়ে দিতেন
তার হাতকাটা পোষাকগুলিতে ।
ধর্মপ্রচারক গর্জে উঠেছেন ,
কক্ষনো কোনো পুরুষের সাথে একলা যাবে না
একা একা একেবারেই নয়
এমনকি তুমি যদি বাগদত্তাও হও
চুমু খেও নিস্পৃহভাবে ।
ষোলো বছর বয়সে , ফিবি আমায় জিজ্ঞেস করেছিল :
ধর তুমি যখন একটা নাচঘরে নাচছ , এমনটা কি ঘটতে পারে
মানে , তুমি নিশ্চয় বুঝতে পারছ , আমি কি বলতে চাইছি
এই মানে গর্ভবতী হয়ে পড়া বা অন্য কিছু ,
তুমি নাচ করতে করতেই ?
আমার ষোলো বছর বয়সে , আমি ওকে আস্বস্ত করলাম ,
অবশ্যই তুমি সেটা পারো ।
( ইউনিস ডি সুজার জন্ম পুনেতে , ১৯৪০ এ । এটি তাঁর ইংরেজীতে লেখা মূল কবিতা ‘Sweet Sixteen’ এর অনুবাদ )
অনুবাদ: শর্মিষ্ঠা ঘোষ
Tags:
অনুবাদ