শর্মিষ্ঠা দে



ভাষা বিভ্রাট



আহা মরি বাংলা ভাষা
হারিয়ে যাওয়া গরব আশা ।
ফেসবুকিয় ভাষাতে যে মুখ লুকালো মোদের ভাষা।।
“বং” দলের এই ভাষাতে যে you হয়ে যায় শুধুই u
উত্তর হয় রেপ আর দেখা যে c u.

চেনেনা এরা রবীন্দ্রনাথ,বঙ্কিম, সুনীল
নতুন ভাষায় সবকিছুরই হারায় যে তালমিল।
গণকযন্ত্র ক্যাল হয়ে যায়,আরেকটা হয় ক্যালি
“চাপ” বলতে কি কি বোঝায়, সে শুনে দি তালি।

ভাষার জন্য প্রাণ দেওয়া যায়,হয় যে আন্দোলন।
ভাষার মধ্যে দিয়েই আজ মোদের উত্তরণ।
নোবেল পাওয়া সাহিত্যিক যে এই ভাষাতেই রয়
এই ভাষাতেই বিশ্বজয়ী চলচ্চিত্র হয়।

হারিয়ে গিয়েও হারায়না সে,গাই ভাষারই জয়গান।
আজও তাই নতুন করে ধারণ করে প্রাণ।
আবার উঠে আসে অনেক নতুন প্রতিভা।
পাঠক চেনে ভাষার মাঝের স্বর্ণ- আভা।।



Previous Post Next Post