স্বাগতম চক্রবর্তী



মায়ের ভাষা

বিশ্বের বুকে আঁচল পেতে
ছড়িয়ে রয়েছে
হাজার হাজার ভাষা।

কোথাও মিশকালো অন্ধকারে
প্রণয়ীর চোখের ভয়ার্ত ভাষা,
কোথাও নবোঢ়ার প্রথম স্পর্শের
লজ্জারাঙা প্রেমের ভাষা।

কোথাও ভালোবাসার সেতু
পারাবারের ভাষা,
কোথাও না পেয়ে হারানোর ভাষা।

কোথাও শব্দের ভাষা,
কোথাও মৌনতার ভাষা।
কোথাও জীবনের ভাষা,
কোথাও মৃত্যুর ভাষা।

এত ভাষার অন্তরালে
আছে আর এক ভাষা----
বিশ্বের প্রতিটি মায়ের মুখের ভাষা।
যে ভাষা শুনে
শিশু প্রথম খিল খিল হেসে উঠে--
জীবনের স্বাদে,
মানুষ হয়ে ওঠা আগামীর চিত্রপটে।



Previous Post Next Post