শহীদ বেদীটা দেখেছেন স্যার? গত বছর আমরা চাঁদা তুলে বানিয়েছি। বিশেষজ্ঞের মত মাথা নাড়িয়ে বললাম ..
হুম দেখলাম তো। বেশ । এগিয়ে যাওয়ার আগে আর একবার বেদীটা দেখলাম। ।
আমি অরুণ মিত্র এই অঞ্চলে নতুন বিডিও হয়ে এসেছি। আমার আজ গ্রামটা ঘুরে দেখার কথা । ভোরে উঠেই অনিমেষকে সাথে নিয়ে বেড়িয়ে পড়েছি। বেলায় রোদে প্রচুর কষ্ট হয়। কলকাতা থেকে সদ্য এসেছি। এত রোদ,গরমে অভ্যস্ত হয়নি শরীর। ভোরে বেরোনোর বুদ্ধিটা অনিমেষেরই।
অনিমেষ বৈরাগী এই মুহূর্তে আমার কেয়ারটেকার ও সচিব দুই। ছেলেটা খুবই ভালো কিন্তু ভীষন বকবক্ করে। আসা ইস্তক চুপ থাকতে দেখিনি।
কি কাকা? কোনদিক চললে? হাটবার তো আজ। যাবেনা? একটা বেশ বুড়ো মত লোক আমাদের দিকেই আসছিল, অনিমেষ চিৎকার করে তার উদ্দেশ্যেই প্রশ্ন করলো। এরপর যা হয় দুজনে কথা বলতে দাঁড়িয়ে পড়লো নিতান্তই বিরক্তিকর ব্যাপার। এসব ক্ষেত্রে কিছু বলাও যায় না। অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রইলাম।
কি হল কি চলুন। এক রকম ধমক দিলাম ওকে। ও আমতা -আমতা করে বললো হ্যাঁ স্যার চলুন।।
কিছুদূর গিয়ে মনে হল একটু বেশী রাগ দেখিয়ে ফেলেছি। নরম গলায় জিজ্ঞেস করলাম, ' ভদ্রলোক এই বয়সেও কাজ করেন?'
- নাহলে খাবে কি স্যার?? কে দেখবে? ওকে কেউ নেই দেখার।
- কেন? ছেলে মেয়ে,স্ত্রী নেই।বিয়ে করেনি?? জিজ্ঞেস করলাম।
- ছিল স্যার। গত পৌষে কাকী মারা গেলো। আর ওর ছেলে সমেত কুড়ি জন বন্যার সময় মারা গেছে।
- কবে হয়েছিল বন্যা?
- তা বছর দুই আগে। এই যে আমাদের গ্রামটা নতুন করে সাজানো হচ্ছে। তাতো ওদের জন্যেই।
- জিজ্ঞেস করলাম কিরকম।
বললো জানেন স্যার ওই কুড়ি জন মিলে প্রায় একশো লোক কে বাঁচিয়ে ছিল। জলের মধ্যে থেকে অনেক পশু পাখী,দামী জিনিষ বাঁচিয়ে দিয়ে গেলো কিন্তু নিজেরা বাঁচাতে পারলো না। জল বেড়ে যাওয়ায়, কারেন্টের টানে ওদের টেনে নিয়ে গেছিলো।
অনিমেষ আমাকে অবাক করে দিচ্ছে। জানতে ইচ্ছে হলো আরো। বললাম ওদের পরিবারের কি হল? ক্ষতিপূরণ পেয়েছে?
- চাষ করে সব। ওদের বাড়ির লোকেদের,বড় অভাব স্যার। আর ক্ষতিপূরণ সাধারণ মানুষের জন্য, ওরা তো শহীদ। ওদের বাড়ি থেকে সরকারের দেওয়া একটা টাকাও নেয়নি কেউ।
অবাক হয়ে গেলাম শুনে। জিভ আড়ষ্ট, কথা জড়িয়ে যাচ্ছে।
স্যার ওই শহীদ বেদীটা ওদের স্মৃতির উদ্দেশ্যে। আমাদের গ্রাম টাই আমাদের দেশ স্যার। মাতৃভূমি। আর ওরা মাটির জন্য শহীদ।
বেলা ক্রমশ বাড়ছিল। আমি জ্বলন্ত সূর্যটাকে দেখার চেষ্টা করছিলাম। চোখটা জ্বালা করে উঠলো। সূর্যটা হেসে ফেললো বোধহয়।
Tags:
অণুগল্প