চোখে আমার চোখ ছুঁয়েছে
১।
একদিন মনে হোলো
আর ভালোবাসা যাচ্ছে না তোমাকে
বড় বেশী একঘেয়ে আজকাল
তুমি বললে বেশ তবে আমার বন্ধু
অংশু কে ভালোবাসো
ও ভালো বোঝে প্রেমটা।
২।
তোমার কাছে ফিরতে চাই
বলে পেন আর কলম
খুঁজে ছিলাম।
ঝোলা ব্যাগ ,ঢিলে পাঞ্জাবী
আর ফিরতি বাসের টিকিট
পেয়েছি।
তোমার স্ত্রীর পাঠানো পার্সেলে।
৩।
ব্যালকনি তে প্রচন্ড হাওয়া
নয়নতারা ফুলেরা রাতভোর জাগে।
কে জানে কেন।
অংশু আজ রাতে
খায়নি জানো।
নয়নার সাথে বাইরে খেয়ে এসেছে।
আমি কালকের টিফিন,রুমাল
গুছিয়ে দিয়েছি।
রুশাটা খুব ছোট এখনো।
কলমে কালি শেষ।
৪।
হাওয়ায় ভাসতে ভালো লাগে
এই হাতটা ধরো না প্লিজ।
খুব শীত করছে।
Tags:
কবিতা