রত্না ঘোষ



আঁচড়


শৃঙ্খলা শেখাতে শেখাতে কোন গোপন গর্ত থেকে বেরিয়ে আসে ইঁদুর
চারপাশে মিহি হাওয়া
স্যাঁতসেঁতে বৃষ্টির গন্ধ
রাত্রিভরা দেশে নিজের গন্তব্যে চলতে চলতে
ডানহাত টা বড় হয়ে যায় বাঁহাতের থেকে
একটা ইচ্ছে
ধারণ করে শরীর
ষড়যন্ত্র কে আধার করে
ভোরবেলা উঠে দেখি কালো হয়ে গেছে দুটো হাত
ক্রমশ চেপে ধরেছে অসুখের নোংরা
যত বলি অসুখ সহ্য হয় না
তত, ক্ষয়রোগ বুক কুরে কুরে খায়
যন্ত্রণার কোন শব্দ হয় না, আছে কেবল তীক্ষ্ণ আস্বাদ, তাই সমাপ্তি টা সুন্দর করে নেবার জন্য
একটা আলো আমাকে ছুঁয়ে যায়
একটা অন্ধকার । আমাকে ছুঁয়ে যায়
আমি ছুঁয়ে থাকি
          রাতের ঘুম
                      ঘুমের স্বপ্ন
                                 স্বপ্নের...
একটা প্রজাপতি, পাখিও হতে পারে
যে,ভোর উড়িয়ে নিয়ে যায় সূর্যের কাছে ..




Previous Post Next Post