আমি থেকে আমিরা
আমি ৬
আমি এর থেকে ভালো হতেই পারি না
আমার হাতের লেখা আঙুলের দিগবিদিক
সেলাইয়ের আলোকবর্ষ ফিরতি পথে একা
প্রতিটি চলে-যাওয়া দু’পায়ে মাড়িয়ে
এর থেকে ভালো আমি হতেই পারি না
আমি ৭
আমাকে সাজাচ্ছি
কাজল শিকার করছি ভুরুতে
লিপস্টিক পালক বোলানো
ব্যাঞ্জনের মাস্কারামেইল
আমি আসলে নিজের মনে একছড়া বর্ম
খেলছি
মাখছি
জড়াচ্ছি
মজার কথা হচ্ছে
ওপরওয়ালা ছাড়া অন্য কেউ
টের পাচ্ছে না
আমি ৮
প্রতিবার প্রেমের পরে
আমি ডায়েরি লিখি
সেই লেখার মহিমায়
আমি আবার নতুন প্রেমে পড়ি
নতুন শরীর গজায় আমার
নতুন জিভ ঠোঁট চিরুনির দাঁত
নতুন আর্কাইভ , ম্যাজিকচ্যাট
অনেকটা নিয়তির মত
নাম না জানা বলনাচের মত
আমাকে দেখতে হয় তখন
আমি ৯
আমার যদি নিজস্ব পাখি না থাকে
আমার যদি নিজস্ব নদী না থাকে
আমার যদি নিজস্ব আস্তাবল না থাকে
নিজস্ব ঘোড়সওয়ার না থাকে আমার
আমি আমাকে মুক্তি দেবো
আমি আমাকে দেবো দুঃখ
আনন্দের অশ্রু
মগজের প্রজুক্তি
পিউপার লার্ভাপাত
এক টন মানুষ দেবো আমাকে
এক সোনার জাহাজ বোঝাই চিতাকাঠ
শহর উড়ন্ত আগুন
খাদহীন কবির রূপালী তাঁতের মৃত্যু
আমি ১০
ঠিক এই মুহূর্তে
আমি যখন আমাকে পড়ছি
আপনি আমাকে দেখছেন
আর আমাকে দেখতে দেখতে
আপনার চোখদুটি আমাকে পড়ছে
আপনার চোখদুটি শুনছি
আর ভাবছি
আর ভাবছি
একটা বিদ্যুৎ কখন টারবাইন
Tags:
দীর্ঘ কবিতা