রাজলক্ষী দেবনাথ




২১শে ফেব্রুয়ারী

২১ মানেই ভাষায় গানে
অন্য মা কে পাওয়া ,
ভাই-বোনেদের রক্ত ঘামে
স্বাধীনতার গান গাওয়া।

২১ মানেই রক্তজ্জ্বল
পিচ ঢালা সেই গলি,
২১ মানেই ছাত্রদলের
আন্দোলনে গুলি।

২১ মানেই এই প্রভাতে
বাংলার জেগে ওঠা।
নাম না জানা স্বপ্ন ভিড়ে
হাজার কুঁড়ি ফোটা ।

২১মানেই আমার ভাষা
বাঙ্গালী আমার নাম,
ফেরী করে দিও অন্য দেশেতে
আমার এ পয়গাম।



Previous Post Next Post