পৃথা রায় চৌধুরী



 মা... মাগো...
তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? আমি তোমার এপারে থাকা মেয়ে। আমার মাকে নিয়ে আমার দারুণ গর্ব। বিভিন্ন মায়ের সন্তানদের মাঝে থেকেও, একটিবারও ভুলিনি তোমাকে। তোমারই প্রশ্রয়ে আমি মাথা উঁচু করে বলি, আমি বাঙালি ... বলি, বাংলার আবার এপার ওপার হয় নাকি?  হ্যাঁ, আমি দেখিনি সেদিনের সেই রক্তঝরানো দিন, যখন তোমাকে মর্যাদা দিতে বুক পেতে দিয়েছে তোমার সন্তানেরা। যদি থাকতাম সেই সময়, যদি তোমার ওপারের মেয়েই হতাম, দেখতে, আমিও ঠিক তাদের সাথেই তোমার হয়েই... 

জানো মা, আমি লিখি, নিজের খেয়াল খুশিতে লিখি। তুমি মা, আমার কলম ধরে থাকো নিজে। 

আমার মা, 
ইউনেসকোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তোমাকে প্রণাম করি। তুমি মা, তুমি বাংলা ভাষা, তোমার অনেক সন্তান, আমিও... জড়িয়ে থাকি তোমাকে, তুমি বুঝতে পারো তো? কোনো একটা বিশেষ দিনে এভাবে তোমাকে জানাতে পারি সোচ্চারে, কতোটা ভালোবাসি তোমায়। এমন দিন এনে দিয়েছেন যে অমর ভাষাশহীদেরা, তাঁদের বলি, ঠিক এভাবেই ভালবাসতে পারি যেন। 

সালাম, বরকত, রফিক, জব্বার... কিছু নাম শুধু জানি
হে বাংলা, হে বাঙালি, অকপটে যেন মাতৃঋণ স্বীকার করি
এসো একুশে পুণ্যলগ্ন আরবার... আমি চিরঋণী।


Previous Post Next Post