প্রণব বসুরায়


নতুন ভাষায় 


আগুন স্বাক্ষর দিলে কবিতা পাতায়
টাকলামাকান পেরিয়ে উড়ে এল দূরপাখি
আর সেই মুহূর্তে প্রতিমায় আঁকা হ’ল

              তৃতীয় নয়ন

একটা নৌকো ভাসিয়ে দিলাম গাঙুরের জলে
সঙ্গে দিলাম ফল, মধু আর একটি নিশান
সে দুলে দুলে চলে যাক তোমাদের দেশে

আমাদের কথা হবে নতুন ভাষায়
আমাদের কথা হবে কবিতা ভাষায়
আমাদের কথা হোক বাংলা ভাষায়




Previous Post Next Post