বাংলা মোদের বচন! ক, খ,
বইমেলার শরীর চুঁইয়ে,
নতুন বইয়ের গন্ধ ঝরে
মায়ের ভাষার স্বপ্ন বোল,
ছড়িয়ে গেল পৃথিবী জুড়ে।
নতুন বইয়ে বর্ণ ভরা,
মায়ের ভাষা রক্তে রাঙা
শহীদানের রক্তে কেনা,
একুশ তাই পুঁজিত নয়কো দানে।
একুশ এল কবিতার ডানায়,
মায়ের কথা শব্দ চেনা
সেই শব্দেই কথা শেখা,
স্বপ্ন বুনে এগিয়ে চলা।
বাংলা মোদের বচন! ক,খ,গ,ঘ

বাংলা মায়ের বাংলা বাচন,
হাজার বছরের কথন
তাই তো মোরা রক্ত ঢেলে,
একুশ চেতনায় মহিয়ান।
ডালিম তলায় শোকের বচন,
কাজলা দিদির বিরহ
জোনাক জ্বলা আঁধার রাতে,
স্বপ্নের উঁকি সিঁথান জুড়ে।
চেতনার ঐ মশাল জ্বেলে,
দামাল ছেলেরা উঠল জেগে
মুক্তির বীজে নিশানা উড়ে,
মায়ের কোলে সেই একুশে।
Tags:
একক কবিতা