মোহাম্মদ আন্ওয়ারুল কবীর




যুগলভাসান

শহরটা ভুল এবং এলোমেলো, আমার হাতে ধরা দিগদর্শন
অলিন্দ গলিয়ে রেশমি চুড়ির ছোঁয়া
বড্ড অবেলায় তুমি খুঁজে পেলে ভুল মানব
কিংবা আমি।

ভুল রেওয়াজে হঠাৎ শুদ্ধস্বর ঢেকে দিলো যৌথ আকাশ
শহরের প্রবঞ্চনার কাহন মুলতবি রেখে শুকতারার মোহেই যুগলভাসান।

তুমি বললে, 'পাঠ করো আমায়'
আমারও আবিস্কারের নেশা-
ফেলে দিয়েছি তাই দিগদর্শন।



সূর্যের ঘরের নামতাতে


আখেরে হয়তো কোথাও যাওয়া নেই আর
তবু হেঁটে চলি সিঁড়ি বেয়ে বেয়ে
ত্রস্ত পা ছাপ ফেলে যায় কিংবা ফেলে না

সুড়ঙ্গের ওপাশে কেউ কেউ দ্যাখে আলো
আমি দেখি না -

সূর্যের ঘরের নামতাতেই আছি মেতে।



Previous Post Next Post