দীপণ অধিকারী



চেনা দুঃস্বপ্নের বাইরে



তুমি সতেজ, সবুজ আলো।
যদিও অন্ধকার চেয়েছিলাম,
অনভিপ্রেত স্বপ্নের তুমি
একরোখা-খড়কুটো...

ডোবার মতোন করে
ভাবছি ভীষণ জোরে।
ক্লান্ত স্নায়ুডোরে
কল্পনার ভোর...

হয়তো তুমিই বাঁচাবে আমায়
যেন অচেনা স্বপ্ন-ঘোর,
তবু খুলবো পাল্লা মনের।
একটা কিংবা দুটো...



Previous Post Next Post