দেবশ্রী চক্রবর্ত্তী


মরণরে তুহু মম





দূরত্ব অতি গভীরতার সাথে
নিরুদ্বিগ্ন মননের গঠনশীলতায়
একটি রক্ত করবিকে কোন ক্রমে
আঁকড়ে জীবনের চলমান বাস্তবের
ঘরকন্নাকে রপ্ত করে ভেঙ্গো জাহাজের
উদ্বাস্তু নিয়ে ছুটে চলে ।

দ্রাঘিমা রেখা বরাবর প্রহরীরা
বেয়নেট উঁচিয়ে দাঁড়িয়ে আছে,
রক্তপাতের হুশিয়ারি বয়ে আনা নীলনদের
উ-শৃঙ্খল ঢেউকে শ্বেত নিশান দেখায়
নাবিকের কেবিন থেকে ভেসে আসা
ভানু সিংহের পদাবলী ।
শুধু মননের গভীরে লুকিয়ে থাকা রক্তকরবী
আরো রক্তিম আভায় বিকশিত হয় রঞ্জনের অপেক্ষায় ।



Previous Post Next Post