তন্ময় দেব




ভাষা মা...


প্রথম উচ্চারিত ধ্বনিগুলো দীন, ক্রমশ
সংকর হয়ে আসে মুখের কথা সব।
বাঙালির সূর্যটাও অ-বিদ্বেষী;
বর্ণমালার আকাশে ওড়ে ভিনদেশী মেঘ
অযাচিত ধূলিকণায় ভাষা মায়ের অশ্রুবৃষ্টি,
অভিমানীর সুরে গর্জে ওঠে রক্তাক্ত হৃৎপিণ্ড,
আমার ভাষা-মা বোবা হয়ে যায়,
ভাষা হারিয়ে আস্তানা জোটে বৃদ্ধাশ্রমে,
বাংলা পত্রিকায় ঢেকে রাখা বাঁশের বেড়া
সাক্ষী থাকে অনন্তকাল ধরে...


পরিচিতি


Previous Post Next Post