দর্শনা বোস



বাংলা অামার

বাংলা অামার নকশিকাঁথা,কূল ছাপানো নদী,
বাংলা অামার অবুঝ অাকাশ, ভরাকলস হৃদি।

বাংলা যে তোর রক্তে জেহাদ, আগুন পাগলপারা,
বাংলা মানে চাষীর বুকে সবুজ ধানের চারা।

বাংলা আমার কান্না হাসি,বাংলা মানবজমিন,
বাংলা জানে জ্বলছে সীতা,হাসছে সোনার হরিণ।

বাংলা হল অরূপরতন, বাংলা চাওয়া পাওয়া,
বাংলা মানেই মরণ বাঁচন,আমৃত্যু গান গাওয়া।





Previous Post Next Post