"প্রতিটা রাত গল্প লেখে"
কতটা ক্ষয় করতে পেরেছ?
কিম্বা কতটা আঘাত হেনেছ পাথরে?
প্রটিটা রাত জেগে আছে জ্বলন্ত সিগারেট বুকে নিয়ে
চোখের তলায় জমে থাকা কালিতে
ভোরের গল্প লেখে পূর্বরাগ
ওদিকে রেখা বদলের খেলায়
পথ মুড়ে দিতে চেয়েছ উষ্ণতায়
দু- একটা মুহুর্ত হেসেছ কেবল ছলনায়
পেরেছো কি পাথরকে কাঁদাতে?
দাড়ণ গভীর হলে আঘাত ফেটে পড়ে গর্জনে কেঁপে ওঠে রাত
সঞ্জয়, প্রতিক্ষার চাঁদ মরে গেলে
প্রেম খোঁজেনা কোনো শরীর
রক্তবীজে জন্ম নেয় না কোনো উদ্দীপনা
বৃষ্টি - নির্জনতায় মৃত্যু হয়ে বেঁচে থাকে সমস্থ উষ্ণতা
আমি এমনই এক সুখ কিনেছি গভীর আকাঙ্ক্ষায় পাথর বুকে নিয়ে....
Tags:
কবিতা