বোল
মুখের কথা যেমন খুশি বলা ----
বুকের কথা বলতে গেলেই ------তুমি।
তোমায় বড় নিবিড় ক্ষণে চাই ,
তুমি তো সেই বোল ফোটানো বেলা
মায়ের আমার 'মা' ডাক শোনার ছলে
আধফোটা ফুল নরম ঠোটের কোলে।
সময় গেলো ,এক'পা-দু'পা করে
বার মহলের বর্ণপরিচয় ,
নানা মতের দেশখানাতে দেখি
মুখগুলো সব হরেক ভাষাময়।
'দিবে - নিবে'র ' মিলন - সম্মিলনে
হাত বাড়িয়ে দিয়েছি সেই কবে ,
এখন তো এই বিশ্বায়নের যুগে
বহির্বাতাস তীব্রতর বেগে।
আমার বুকের রক্তে যে বোল বাণী
বর্ষা লেখে ,বসন্ত-গান গায় ,
নানা রঙের বর্ণমালার ভিড়ে
মায়ের ভাষাই আমার পরিচয়।
Tags:
কবিতা