অদিতি চক্রবর্তী



মা-ভাষা


হাঁটি হাঁটি পা'য়ে পা'য়ে প্রথম মাগো মাতৃভাষা
তোমার আঙুল চিনে তোমায় গভীর ভালোবাসতে আসা
আয়রে আয় চাঁদমামা টিপ দিয়ে যা ঘুমপাড়াতে
লৌহকপাট লোপাট কবেই পাষাণ বেদীর ভীমকারাতে
হাট্টিমাটিম ডিম পেড়েছে এই ভাষারই ছন্দে ছড়ায়
সহজপাঠের ছোট্ট রবি এই ভাষাতেই কথা কওয়ায়
হাতেখড়ির শ্লেটপেন্সিল লিখিয়েছিলো অ থেকে আ
চোখের তারার স্বপ্নগুলো এই ভাষাতে বইয়ে দেওয়া
প্রথম প্রেমের পলাশকথায় ইচ্ছে ছোঁয়ার একটু ছুঁতো
বুকপকেটের নীল চিঠিটায় মেরেইছিল ভাষার গুঁতো
মাতৃভাষায় ফাগুন এলে আগুনফুলের শিরদাঁড়াটা
বুকের ভিতর একুশ আনে লালন গানের একতারাটা
জন্মমৃত্যু, আন্দোলনে সব খানেতে সবার আগে
আড়ভাঙা জিভ মা ডাকে আর মা- ভাষাতে প্রথম ভাগে
মুসলধারে বৃষ্টি ঝরি বাংলাভাষার কদমফুলে
মনঠাকুরের দুইটি চরণ পা পেতে যান কর্ণমূলে
মাতৃভাষার অনেক বুলেট বিঁধেও আমার মাতৃভূমি
কোল পেতেছেন কালের ঘরে, কুলীন ভাষা বাংলা চুমি।


Previous Post Next Post