মাগো তোমার চরন ধুলেম
মাগো তোমার চরন ধুলেম
বুকের রক্ত দিয়ে,
তাইতো আজি প্রাণ খুলে কয়
বঙ্গভাষা হিয়ে।
মাগো তোমার চরন ধুলেম
ফাল্গুনে কৃষ্ণচূড়ায়,
বাংলা গানে - বিশ্ব প্রানে
সেই বাশুরি বাজায়।
মাগো তোমার চরন ধুলেম
মায়ের অশ্রুজলে,
সেই মা আজ হেসে উঠে
জয় বাংলা বোলে।
মাগো তোমার চরন ধুলেম
স্মরনকালের ফেব্রুয়ারিতে,
সেই স্মরনে বরন করি -
বঙ্গভাষা প্রতিপ্রাতে।
Tags:
কবিতা