ফাগুন এলো
ফাগুন এলো আগুন হয়ে
গাছের শাখায় শাখায়
আঁকিয়েদের আঁকায়,
ফাগুন এলো ঘরে ঘরে
তাকে মনে রাখায়।
ফাগুন এলো শহর জুড়ে
ঘরে-বাইরে, মাঠে,
সদ্যজাতের খাটে –
প্রকৃতি আর ভাষার মধু
সবাই যাতে চাটে।
গানে-গদ্যে, গল্পে-ছড়ায়
মঞ্চে এলো ফাগুন,
একটুখানি জাগুন
দ্বিমত এতে – এই এখনই
এখান থেকে ভাগুন।
সবাই ব্যস্ত ভাই স্মরণে,
তাই তো বেদী মূলে
ভরে গেছে ফুলে,
মানুষেরও ঢল নেমেছে
সব ভেদাভেদ ভুলে।
ভাষার ফাগুন

এলো ভাষার ফাগুন
কৃষ্ণচূড়ার ঝোঁপে কি তাই
জ্বলে এমন আগুন ?
ভ্রমর কি তাই গুন গুনিয়ে –
ঘুরছে হয়ে হন্যে
পাখিরাও যে অগ্নি ঝরায়
তাও কি ভাষার জন্যে ?
বর্ণমালার ব্যানার নিয়ে
তাই কি শিশু ছুটছে
রক্ত মাখা বর্ণ হয়ে
পলাশও কি ফুটছে ?
পাহাড় থেকে নামছে পানি
বইছে নদীর ধারা
বইছে বাতাস – শুনবে, মূলে
ভাষারই ইশারা।
শহীদ মিনার ভরছে ফুলে
ঢেউ লেগেছে মনে
সাড়া পড়ছে সারা দেশেই
সবই এর স্মরণে।
পরিচিতি