Homeকবিতা তিতাস বন্দ্যোপাধ্যায় Tuesday, January 26, 2016 2 min read 0 চাঁদখেলা এই যে ছুঁলাম মেঘ আর পুরানো ইঁট। শান্ত দুপুরের শীতঘুম থেকে তুলে এনে তোমায়, হাত রেখে গোপন অসুখে। আমার প্রিয় যতো চিঠি, জমেছে ময়লাটে একার বালিশে। এখনো চাঁদ বাড়ি ফেরে নি, এখনো নামকরণ তাদেরই পূর্ণচ্ছেদ। Tags: কবিতা 4.94 / 169 rates Facebook Tweet CopyLink Copied Share