ভালোবাসাই যেন আগাছা
যাদের আমি বাসি ভালো
তারাই হয় পর
হৃদয় মাঝে দেয় কষ্ট
যেন শূন্য চর
শুন্য চরে নেই স্বপ্ন
নেই কোনো আশা
নেই মায়া নেই মমতা
ভালোবাসাই যেন আগাছা ।
চলতে পথে

কি বলেবো
মুখে তালা
না বললেও
ভীষন জ্বালা
কি কিনবো
জ্বলছে আগুন
আগুন নিভাতে
একটু জাগুন
কি খাবো
ভেজালে ভরা
নানান রোগ
পড়ছে ধরা
কি শিখবো
ঘুষ খাওয়া
বইছে দেখো
দুর্নীতির হাওয়া ।
সবই যেন বাদ

টাকার বেলায় সব শত্রু
দেয়না কোনো ছাড়
টাকা টাকা করেই তারা
জীবন করছে পার
টাকার মাঝে থেকেও তাদের
কেনো এতো দু'খ
টাকা থাকলেই যায় কি পাওয়া
জীবনের সব সুখ
জীবন চক্রে টাকার খেলা
এতেই অনেক স্বাদ
ধর্ম সংসার বংশ জাত
সবই যেন বাদ ।