Homeকবিতা লিপিকা ঘোষ Tuesday, January 26, 2016 2 min read 0 ফেরা ফেরার কথা মনে হলেই ফিরতে থাকি । মাঠ পেরিয়ে , ঘাট পেরিয়ে জঙ্গল বা পাহাড় নদী সব পেরিয়ে ফিরতে থাকি । তোমার দিকে , আমার দিকে , আমাদের সেই তাহার দিকে ফিরতে থাকি । ফেরার কথা মনে হলেই ফিরতে থাকি । ফেরার কথা মনে হয়না , তবুও কেমন ফিরতে থাকি । Tags: কবিতা 4.94 / 169 rates Facebook Tweet CopyLink Copied Share