লিপিকা ঘোষ












ফেরা

ফেরার কথা মনে হলেই ফিরতে থাকি ।
মাঠ পেরিয়ে , ঘাট পেরিয়ে
জঙ্গল বা পাহাড় নদী সব পেরিয়ে ফিরতে থাকি ।
তোমার দিকে , আমার দিকে , আমাদের সেই তাহার দিকে
ফিরতে থাকি ।
ফেরার কথা মনে হলেই ফিরতে থাকি ।
ফেরার কথা মনে হয়না ,
তবুও কেমন ফিরতে থাকি ।



Previous Post Next Post