প্রশ্নের মুখোমুখি
শেষপর্যন্ত সব যুদ্ধ থেমে যায় একসময় ,
রক্তের হোলির শেষে
পড়ে থাকে বীর শহীদের প্রাণ l
অতন্দ্র প্রহরী তবু জাগে --
ভুমিকম্পে --বন্যায় -তুষারঝড়ে ।
তুচ্ছ প্রান ! অন্তিম সময়ে আত্মোৎসর্গ !
ভেবে দেখ একবার !
আমি তোমার দিকে হাত বাড়িয়ে দিলাম !
গুলিতে ঝাঁঝরা করে দিলে তুমি !
হে মহান ভারতবাসী !
এখনও কি বলব সাম্য মৈত্রীর কথা ?
কাঁটাতার ভাঙবো না দুর্ভেদ্য প্রাচীর গড়ব ?
।
Tags:
কবিতা